বাংলাদেশ

শাহবাগে বাসে আগুন

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৩ , ৩:২৬:৫৪ প্রিন্ট সংস্করণ

শাহবাগে বাসে আগুন

রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে এয়ারপোর্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টা ৩৪ মিনিটে ওই বাসে আগুন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে এয়ারপোর্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের একটি বাসে দুপুর ২টা ৩৪ মিনিটে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ২টা ৪২ মিনিটে ঘটনস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের টিম।

পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশি নিরাপত্তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content