ঢাকা

আশুলিয়ায় গোডাউনে অগ্নিকান্ড

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৩ , ৩:৩৫:৫৫ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় গোডাউনে অগ্নিকান্ড

ঢাকার আশুলিয়ায় একটি ঝুঁটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী নরিঙ্গারটেক এলাকায় মিলটন হোসেনের মালিকানাধীন ঝুঁটের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে আশুলিয়ার বাঁশবাড়ী এলাকার ওই ঝুঁটের গোডাউনে আগুন দেখে ফায়ারসার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাদের প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় দেড় ঘন্টা সময় লাগে। 

সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ঝুঁটের গোডাউনটি টিনশেডের ছিল। যারফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোডাউন মালিক জানিয়েছেন গোডাউনটি তালাবদ্ধ অবস্থায় ছিল। যার কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। 

আরও খবর

Sponsered content

Powered by