ঢাকা

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৩ , ৩:২২:৩২ প্রিন্ট সংস্করণ

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর সবুজবাগের পশ্চিম রাজারবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাঁচ তলা থেকে পড়ে আনোয়ার হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি রড মিস্ত্রির কাজ করতেন।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সবুজবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পশ্চিম রাজারবাগ ৪/১ নম্বর একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের চাচতো ভাই মো. নোমান জানান, আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলা ফাইনচর থানার গন্ডামাড়া গ্রামে। তিনি মো. রফিক সওদাগরের ছেলে।

আরও খবর

Sponsered content