চট্টগ্রাম

পৃথক অভিযানে চট্টগ্রামে ১৪ নারী পুরুষ গ্রেফতার

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৩ , ৩:৪৫:২৮ প্রিন্ট সংস্করণ

পৃথক অভিযানে চট্টগ্রামে ১৪ নারী পুরুষ গ্রেফতার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৪ নারী পুরুষকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। চান্দগাঁও থানার অভিযানে বহদ্দারহাট মোড় থেকে তাদের আটক করে পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় এলাকায় বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৮ জন নারী ও ৬ জন পুরুষসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সামাজিক পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।