খুলনা

সুন্দরবনে শিকারির ফাঁদে হরিণ

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৪ , ৫:৫৬:৪৩ প্রিন্ট সংস্করণ

সুন্দরবনে শিকারির ফাঁদে হরিণ

সুন্দরনের কোবাদক ফরেস্ট স্টেশন এলাকার গহীন বন থেকে একটি মৃত হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। এ সময় ৬ বস্তা হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে এগুলো উদ্ধার করা হয়। 

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন জানিয়েছেন, বনরক্ষীদের টহলের সময় সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর টেকেরখাল এলাকায় হরিণ শিকারিদের আনাগোনা দেখা যায়। এ সময় ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে বনের গহীন থেকে ফাঁদসহ একটি মৃত হরিণ উদ্ধার করা হয়। শিকারিদের আটক করতে অভিযান চলছে। 

তিনি জানান, বনের ভেতরে শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে হরিণটি মারা পড়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃত হরিণটি মাটিচাপা দেওয়া হবে।

Powered by