প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:৫৫:৩৪ প্রিন্ট সংস্করণ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে মৎস্যঘের ব্যবসায়ীর কয়েকটি ঘের দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তয়োগী ঘের মালিক মোঃ আমজাদ হোসেন শেখ।
অভিযোগে জানা গেছে, উপজেলার প্রসাদনগর মৌজায় ইউপি সদস্য আমজাদ হোসেনের কেরেসের ঘের, লম্বা ঘের, আড়াইকুড়া ঘেরসহ কয়েকটি ঘের স্থাণীয় প্রসাদনগর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মেজবাহ উদ্দিন মুক্ত তার বাহিনী দ্বারা দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। ওই সব ঘেরে ঘের দখলবাজ মুক্তর সামান্ন কিছু জমি থাকার সুবাদে সে আমজাদ হোসেনের জমি দখল করে নিয়ে মৎস্যঘের করার অপচেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে মেজবাহ উদ্দিন মুক্তর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি জলদস্যু ও ভূমিদস্যু নই। অহেতুকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি প্রকৃত জমির মালিক। এ বিষয়ে রামপাল থানার ওসি (তদন্ত) নজরুল ইসলামের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, উভয় পক্ষের কাগজ যাচাই বাছাই করে মিমাংসা করে দেওয়া হবে। যাতে কেউ ক্ষতিগ্রস্থ না হন।