দেশজুড়ে

লক্ষীপুর-ভোলা রুটে লোকের আগমন ৩টি ট্রলার আটকসহ জরিমানা

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২০ , ৭:১০:৪৩ প্রিন্ট সংস্করণ

মোঃ শাইদুল ইসলাম পলাশ:  ভোলা জেলার চার দিক নদী বেষ্টিত। করনা রোগিদের জেলার হাসপাতালে নমুনা সংগ্রহ করে ঢাকয় পাঠানো হয়। নেই কোন ভাল চিকিৎসা সেবা। করোনা আতঙ্ক এ জেলার মানুষের মনে বাড়তি মাত্রা যোগ করেছে। লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীরহাট, মতিরহাট, আরেকজান্ডারসহ কয়েকটি নৌপথ দিয়ে ভোলায় ট্রলারযোগে মানুষ করোনাভাইরাস আক্রান্ত এলাকা থেকে আসছে।  সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ট্রলারে আসছে এসব মানুষ। প্রশাসনের উচিৎ এক্ষুনি শক্ত ভমিকা গ্রহণ করা।  সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে। ভোলার সাংবাদিক ও সচেতন মহল এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ণন করে আসছে। এর প্রেক্ষিতে গতকাল ভোর রাতে লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরী ঘাট থেকে প্রায় সাড়ে ৪শ যাত্রী নিয়ে ৩টি ট্রলার ইলিশা ঘাটে আসলে পুলিশ এসময় ট্রলারের মালিক ও চালকসহ ৪ জনকে পুলিশ আটক করে। পরে সকালে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান সংক্রামন রোগ নিয়ন্ত্রন আইনে  ট্রলার মালিক ও চালকদের ৩৩ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্ধ ট্রলারগুলো পুলিশ ও ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়। এ নিয়ে ভোলার জনমনে কিছুটা স্বস্তি ফিরে আসে। তবুও নিয়ন্ত্রন করা যাচ্ছে না। প্রতিদিন ই বহু মানুষ জেলায় প্রবেশ করছে। অভিযোগ রয়েছে দলীয় প্রভাব খাটিয়ে লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেনের নির্দেশে তার ভাগ্নে মোঃ  জাবেদ  অবৈধভাবে নিষেধাজ্ঞা আমান্য করে ট্রলার দিয়ে যাত্রী পারাপার করছে। যানা যায় পুলিশের হাতে আটক হওয়া ৩টি ট্রলার এর জাবেদেরই। 

আরও খবর

ফেনীতে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

দুপচাঁচিয়ায় বিজয়া পুনর্মিলনী দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, এপিপি এ্যাড. উৎপল কুমার বাগচী, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু।

জাতীয় সাংবাদিক ক্লাব গাজীপুর জেলার কালিয়াকৈরে কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কয়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড বিতরণে গুরুতর অনিয়ম

খাটের ওপর পড়ে ছিল মা ও দুই মেয়ের মরদেহ

খাটের ওপর পড়ে ছিল মা ও দুই মেয়ের মরদেহ

সীমান্তে বিজিবির শীতবস্ত্র বিতরণ

Sponsered content