দেশজুড়ে

অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ৪:৪৭:৫৭ প্রিন্ট সংস্করণ

অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

ভোলার চরফ্যাশনে মো. হারুন পালোয়ান (১৮) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী বেড়িবাঁধের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হারুন পালোয়ান উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।

এ ব্যাপারে চরমাদ্রাজ ইউনিয়নের চেযারম্যান আব্দুল হাই জানান, সকালে খবর পেয়ে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ সময় বেড়িবাঁধ দিয়ে মতিন নামে এক ইটের গাড়িচালক যাচ্ছিলেন। তিনি নিহতকে তার ভাগ্নে বলে জানান। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ১০ দিন আগে নিহত হারুন একটি অটোরিকশা কেনেন। সেটি ছিনিয়ে নিতে তাকে হয়তো কেউ হত্যা করেছে।

চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content