চট্টগ্রাম

অপারেশন ডেভিল হান্ট অভিযানে দেবিদ্বারে ৩ ডাকাত গ্রেফতার 

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:০০:১৪ প্রিন্ট সংস্করণ

অপারেশন ডেভিল হান্ট অভিযানে দেবিদ্বারে ৩ ডাকাত গ্রেফতার

কুমিল্লার দেবিদ্বারে অপারেশন ডেভিল হান্ট অভিযানে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ ডাকাতকে তাদের ব্যবহৃত একটি পিকাপভ্যানসহ আটক করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টায় দেবীদ্বার থানা পুলিশের একটি টহল দল অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনাকালে ব্রাক্ষণপাড়া উপজেলা সীমান্তে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ওই ডাকাতদের আটক করা হয়। 

আটক আন্ত:জেলা ডাকাতরা হলেন, চাদপুর জেলার সদর উপজেলার খলিসাঢুলি গ্রামের ছিদ্দিক আলী শেখের পুত্র খলিলুর রহমান শেখ(৫৭), তার বিরুদ্ধে কুমিল্লা ও চাদপুর জেলার ৮ উপজেলায় ৮ মামলা রয়েছে। কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার পূর্বপোমখাড়া গ্রামের আব্দুল লতিফের পুত্র জহিরুল ইসলাম(৩৬), তার বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চাদপুর, ব্রাক্ষনবাড়িয়া জেলার ১২ থানায় ২০টি মামলা রয়েছে। চান্দিনা উপজেলার মহিচাইল (হোসেনপুর) গ্রামের দুলাল মিয়ার পুত্র শাহ আলম(৪০), তার বিরুদ্ধে গাজীপুর, চাদপুর, কুমিল্লা জেলার ৫ থানায় ৮টি মামলা রয়েছে।

পুলশ ও স্থানীয়রা জানান, এ,এস,আই আবু বাকেরের নেতৃত্বে পুলিশের একটি টহলদল প্রজাপতি বাজার এলাকায় সড়ক দিয়ে যাওয়ার পথে একটি নম্বর বিহীন পিকাপভ্যানকে গতিরোধের নির্দেশ দেন। পিকাপভ্যানটি পুলিশের উপস্থিতি দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এসময় ২০/২৫ গজ দূরে একটি মাছের খামারের মৎস চাষিরা পাশের সড়কের উপর মাছ বহনের জন্য একপি পিকাপভ্যান রেখেছিলেন। ওই পিকাপ ভ্যানের কারনে ডাকাতদলের পিকাপটি আটকে যায়। 

এসময় ডাকাত দলের ৭/৮ জন সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশের সাথে মৎস চাষিরাও সহযোগীতা করে ৩ ডাকাতকে আটক করতে সমর্থ্য হয়।

সংবাদ পেয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো. শাহীন ও এসআই শুভ’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের থানায় নিয়ে আসেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানে উপজেলার প্রজাপতি এলাকয় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় মৎসচাষিদের সহযোগীতায় ৩ ডাকাতকে আটক করতে সক্ষম হন। ডাকাদলে ব্যবহৃত নম্বরঢাকা একটি পিকাপভ্যান, দেশীয় অস্ত্রের মধ্যে ৪টি রামদা, ১টি ছোড়া, ২টি গ্যাস পাইপ, ১টি রড়, একটি এসএসএফ রড উদ্ধার করা হয়। আন্তজেলা এসব ডাকাতদের বিরুদ্ধে ৫ জেলায় ২৫ থানায় ডাকাতি, ছিনতাই, চুরির অভিযোগে ৩৬টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক কোর্ট হাজতে চালান করা হবে। বাকী ডাকাতদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।  

আরও খবর

Sponsered content