খেলাধুলা

অবশেষে ইতালিতে রোনালদো, থাকতে হবে কোয়ারেন্টিনে

  প্রতিনিধি ৫ মে ২০২০ , ১:২০:৪৩ প্রিন্ট সংস্করণ

পর্তুগাল থেকে ইতালি পৌঁছতে কম ভোগান্তি পোহাতে হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ধারণা করা হচ্ছিল জুভেন্টাসে ফিরতে আরও সময় লাগতে পারে দলটির সবচেয়ে বড় তারকার। করোনার প্রকোপে স্পেনের আকাশে বিমান চলাচলের অনুমতি না থাকায় বিলম্বের পর অবশেষে তুরিন এসে পৌঁছেছেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী।

 রোনালদোর জি-সিক্স ফাইভ জিরো গালফ স্ট্রিম মডেলের প্রাইভেট জেট অবতরণ করে সোমবার স্থানীয় সময় রাত ১০টার পর (বাংলাদেশ সময় রাত তিনটা)।
ডেইলি মেইল জানায়, ৩০ মিলিয়ন পাউন্ড মূল্যের প্রাইভেট জেটে রোনালদোর পরিবার ও দুই জন নার্স ছিলেন।
সোমবার থেকে জুভেন্টাসের খেলোয়াড়রা একক অনুশীলন শুরু করলেও সিআর সেভেনকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।
আগামী ১৮ মে থেকে দলীয় অনুশীলনে যোগ দিতে পারবেন পর্তুগীজ অধিনায়ক এমটাই আশা করছে ক্লাব কর্তৃপক্ষ।
 
সবশেষ ৮ মার্চ দর্শকবিহীন ম্যাচে ইন্টার মিলানের বিরুদ্ধে খেলেছিল জুভিরা। এরপর অসুস্থ মাকে দেখতে পর্তুগাল যান রোনালদো। করোনার প্রভাবে লিগ স্থগিত হয়ে যাওয়া প্রায় দুই মাস জন্মভূমিতেই গৃহবন্দি ছিলেন।
এরইমধ্যে ইতালিয়ান দলটির বেশ কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাউলো দিবালা, ব্লাইস মাতুইদি ও ড্যানিয়েল রুগানি কোভিড-নাইনটিন পজেটিভ এসেছিল। যদিও চিকিৎসকদের পরামর্শে সেরে উঠেছেন তারা।
সব ঠিক থাকলে জুনের শুরুতে মাঠে ফিরবে সিরি আ’র দলগুলো এমনটাই আশা করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

আরও খবর

Sponsered content

Powered by