খেলাধুলা

দ্বিতীয় ইনিংসে ২৫ রানেই ৪ উইকেট নেই বাংলাদেশের

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২১ , ৪:৪১:০৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

তাইজুলের ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয়ে গেল পাকিস্তানের প্রথম ইনিংস।

একাই ৭ উইকেট নিজের ঝুলিতে জমা করলেন তাইজুল। ২৮৬ রানেই গুঁড়িয়ে গেল পাকিস্তানের ইনিংস। ৪৪ রানের লিড পেল বাংলাদেশ।

তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ২৫ রান জমা করতেই ৪ উইকেট নেই টাইগারদের।

দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারেই সাদমান ও শান্তকে সাজঘরে ফেরান পেসার শাহিন শাহ আফ্রিদি।

সুইং বোলিংয়ে বাংলাদেশকে ভোগাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। কখনও বল বাইরে নিচ্ছেন, কখনও ভেতরে ঢোকাচ্ছেন। বাঁহাতি এই পেসারের তৃতীয় ডেলিভারিটি ভেতরে ঢোকে। ফ্লিক করেছিলেন সাদমান। ব্যাটে খেলতে পারেননি সাদমান। বল লাগে প্যাডে। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তিনি। বল ট্র্যাকিংয়ে দেখা গেছে স্রেফ লেগ স্টাম্প ছুঁয়ে যেত বল।

শাহিনের ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হন সাদমান। ফিরলেন ১ রানে।

এক বল ডট দিয়েই পরের বলে শাহিনের দ্বিতীয় আঘাত। মাত্র দুই বল খেললেন নাজমুল হাসান শান্ত। রানের খাতা খোলার আগেই স্লিপে ক্যাচ তুলে দেন শান্ত। আর তা লুফে নিতে ভুল করলেন না আবদুল্লাহ শফিক। শরীরের অনেক বাইরের বল খেলার কোনো দরকার ছিল না শান্তর। খোঁচা মেরে উইকেট বিলিয়ে দিয়ে এলেন।

আবার বাংলাদেশ শিবিরে হানা দিলেন পেসার হাসান আলি। তার শিকার অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতেও ব্যর্থ মুমিনুল।

শান্তর মতো ডাক মারলেন তিনিও। হাসান আলির লেগ মিডল স্টাম্পের লেংথ বল ঠিক মতো খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ব‍্যাটের কানায় লেগ ক‍্যাচ যায় মিডউইকেটে। ঝাঁপিয়ে ক‍্যাচ মুঠোয় জমান আজহার আলি।

আরও খবর

Sponsered content

Powered by