প্রতিনিধি ২ মে ২০২০ , ৮:৩৯:২০ প্রিন্ট সংস্করণ
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর নির্দেশে আনসার ও ভি.ডি.পি এর ডিজি’র তত্ত্বাবধানে অসচ্ছল ও দুস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মশিয়ালী পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ত্রাণ বিতরণ করেন ফুলতলা উপজেলা আনসার ও ভিডিপি।
আনসার ও ভিডিপির ৬২ জন সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা মো. আশিকুর রহমান, প্রশিক্ষক মো. জাহাঙ্গীর আলম, নুরুন নেছা খানম, খান জাহান আলী থানা প্রশিক্ষক ফাতেমা খাতুন ছাড়াও ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়নের আনসার ও ভিডিপি’র দল নেতারা উপস্থিত ছিলেন।