চট্টগ্রাম

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেফতার 

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪০:১৩ প্রিন্ট সংস্করণ

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেফতার 

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিএনপি নেতা সেলিম হাজারী কে গ্রেফতার করেছে রেব। আটককৃত বিএনপি নেতা বারৈয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। 

বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। রেব জানায়, ২০০১ সালের ফেনী সদর থানার একটি অস্ত্র মামলায় আদালতের রায়ে সাইফুল ইসলাম সেলিম (৪৮) প্রকাশ সেলিম হাজারীর যাবজ্জীবন জেল হয়।  কিন্তু তিনি আদালতে হাজির না হয়ে গত ২৪ বছর বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। সাইফুল ইসলামের বাড়ি সন্দীপ হলেও তিনি মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট মেহেদী নগর এলাকায় বিয়ে করে শশুর বাড়িতে আত্মগোপন করে থাকে দীর্ঘ ২৪ বছর। কিন্তু বুধবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করে ফেনী সদর থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ৩ নং যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন জানান, ৫ আগষ্টের পূর্বে সেলিম হাজারী তার নেতৃত্বে বিএনপির রাজনীতি করতো। সে যে অস্ত্র মামলার আসামি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এটা জানা ছিলো না। কিন্তু ৫ আগষ্টের পর আমার নেতৃত্বে অপকর্ম করতে না পারায় বিপক্ষ দলের সাথে যুক্ত হয়। যেহেতু সে বিএনপি সরকার থাকাকালীন অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি তাই দলের হাইকমান্ড তার বিষয়ে ব্যবস্থা নিবে।

আরও খবর

Sponsered content