ঢাকা

চিরনিদ্রায় শায়িত স্বাস্থ্যমন্ত্রীর মা

  প্রতিনিধি ২৮ মে ২০২১ , ২:৪৪:২৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, মন্ত্রী কর্নেল মালেকের স্ত্রী ফৌজিয়া মালেকের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় মানিকগঞ্জের গড়পাড়া হাইস্কুল মাঠ ও সাটুরিয়ায় হরগজ কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে মরহুমের জানাজা শেষে গড়পাড়া মরহুমের স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

এ সময় হাজারও মানুষ তাকে শেষবারের মতো দেখা ও দোয়ার জন্য সমবেত হন।

এ সময় ঢাকা-১৩  আসনের এমপি বেনজীর আহমেদ, জেলা প্রশাসক এসএস ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ ফটোসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, ফৌজিয়া মালেক গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে জেলা প্রশাসন, রাজনৈতিক বিভিন্ন মহল এবং সামাজিক বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

আরও খবর

Sponsered content

Powered by