ঢাকা

আওয়ামীলীগের নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল: টুঙ্গিপাড়ায় ফারুক খান এমপি

  প্রতিনিধি ২৩ জুন ২০২১ , ৭:৩৬:২৩ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, অপশক্তি ও জঙ্গিবাদ রুখতে সবাইকে সজাগ থাকতে হবে, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে আওয়ামী লীগকে আবারো ভোট দিতে হবে।

বুধবার (২৩ জুন) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

ফারুক খান এমপি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপমহাদেশের মধ্যে সবচেয়ে ত্যাগী, সংগ্রামী, জনপ্রিয় এবং সবচেয়ে সফল একটি রাজনৈতিক দল। এই দলের আজ ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এই দলটি শুধু আজ বাংলাদেশের নয় সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সকল রাজনৈতিক দলের মধ্যে একটি। যা বাংলাদেশ আওয়ামী লীগ ৭২ বছরে বরাবর প্রমাণ করেছে এ দলটি মুক্তিযুদ্ধ সহ সকল গৌরব, সংগ্রাম ও আন্দোলনে অন্যতম ভূমিকা রেখেছে। বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি তলাবিহীন ঝুড়ি থেকে ঘুরে দাঁড়িয়ে আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হয়েছে। এর সবকিছুই হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে। তাই বাংলাদেশের জন্য আজ এটি একটি আনন্দের দিন।

আরও খবর

Sponsered content