ঢাকা

গোপালগঞ্জে দোয়া মাহফিল ও সুবিধাভোগীদের মাঝে ভাতার কার্ড বিতরণ

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২০ , ৮:০৩:২৫ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে দোয়া মাহফিল ও সরকার প্রদত্ত সুবিধাভোগীদের মাঝে ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু ৯০জন সুবিধাভোগীর মাঝে (বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী) ভাতার কার্ড বিতরণ করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে মো. মঞ্জুর আলী খান (শারীরিক প্রতিবন্ধী), কাজী মিজানুর রহমান, নাজমা বেগম, মো. ওহিদুজ্জামান (বরাত), মো. সোহাগ ফকির, মো.সাহিন মোল্যা সহ অন্যান্য সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড.শেখ ফজলুল করিম সেলিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by