রংপুর

আখচাষিদের বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২১ জুলাই ২০২০ , ৭:৫৩:৪৮ প্রিন্ট সংস্করণ

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রংপুর চিনিকলের আখচাষিদের বকেয়া আখের মূল্য, শ্রমিক কর্মচারীদের চার মাসের বকেয়া বেতনসহ মিলটি আধুনিকরণের দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মহিমাগঞ্জ ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড লূৎফর রহমানের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রখ্যাত কৃষক নেতা কমরেড আমিনুল ইসলাম গোলাপ, পলিটবুরো সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পাটি কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড মিলন কান্তি সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা শাখা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এম.এ মতিন মোল্লা । বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমরেড রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, ওয়ার্কার্স পার্টি, উপজেলা শাখা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রবিউল আউয়াল, সভাপতি জাতীয় কৃষক সমিতি উপজেলা শাখা, আবুল কাসেম সভাপতি উপজেলা সেচপাম্প মালিক সমিতি, আশরাফুল ইসলাম সভাপতি যুবমৈত্রী উপজেলা শাখা।

আরও খবর

Sponsered content