ময়মনসিংহ

আগামী ২৫ সেপ্টেম্বর ইসলামপুর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, চলছে ব্যাপক প্রস্তুতি

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২১ , ৫:৩২:১৪ প্রিন্ট সংস্করণ

সাদ্দাম হোসেন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আ’লীগ ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি। সম্মেলন সফল করতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। আগামী ২৫ সেপ্টেম্বর শনিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় জনতা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী (নাদেল), আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, আবুল কালাম আজাদ এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, জামালপুর ও শেরপুরের  সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম হোসনে আরা এমপি, জামালপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জি.এস.এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চাঁন।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী। উক্ত সম্মেলন সঞ্চালনা করবেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম। আগামী ২৫ সেপ্টেম্বরের সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্ততি প্রায় শেষ দিকে। সম্মেলনকে সফল ও সার্থক করতে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে উপজেলার ১২টি ইউনিয়নসহ শহর আওয়ামী লীগের বর্ধিত সভা সম্পন্ন করা হয়েছে। অতিথিদের বরণ করে নেওয়ার জন্য সম্মেলন স্থলে স্টেজ, প্যান্ডেল তৈরির পাশাপাশি পৌর শহরজুড়ে ব্যানার-ফেস্টুন, অসংখ্য তৌরণ দ্বারসহ আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। সম্মেলনকে সফল করতে প্রতিদিন মিছিল, মিটিং ও সভা সমাবেশ করছে নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content

Powered by