দেশজুড়ে

আগৈলঝাড়া থানায় মামলা ৬ জুয়ারী গ্রেফতার

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২০ , ৮:০৯:০৭ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার বাগধা ইউনিয়নের চাঁত্রিশিরা গ্রাম থেকে বুধবার রাতে জুয়া খেলার সময় ৬ জুয়ারীকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার কৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। স্থানীয় ও মামলার বাদী এসআই মোক্তার হোসেন জানান, বুধবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁত্রিশিরা থেকে একই গ্রামের আলমগীর বাহাদুরের ছেলে রুহুল আমিন বাহাদুর(২৫), সাহেদ বাহাদুরের ছেলে গোলাম রাসুল(২০), মৃত.মকবুল বাহাদুরের ছেলে ছালেক বাহাদুর(৪৫), গনি বাহাদুরের ছেলে বাচ্চু বাহাদুর(৩৩), সিদ্দিক বাহাদুরের ছেলে সাখাওয়াত বাহাদুর(২৪), মজিদ বাহাদুরের ছেলে সজীব বাহাদুর(২৩)কে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসআই মোক্তার হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করা হয়, যার নং-০৪(৬-৮-২০২০)। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও খবর

Sponsered content