রাজশাহী

ধামইরহাটে কৃষক মাঠ দিবস

  প্রতিনিধি ২৮ মে ২০২১ , ৮:৩৯:১৫ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে কৃষকের দোড় গোড়ায় কৃষি সেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে গ্রাম পর্যায়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামে ব্রি-ধান ৮১ উপর কৃষকদের সঠিক ধারণা দিতে বিশেষ আলোচনা শীর্ষক কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে মান সম্মত ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ধান বীজ ব্লকের এ মাঠ দিবসে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক মো. ছলিম উদ্দিন।

উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রামানিক। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. আসাদুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.মারুফ হোসেন, মো.মাসুদ রানা, কৃষক মো. মুক্তার হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by