চট্টগ্রাম

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী ইরানকে জরিমানা

  প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৮:০৫:১৭ প্রিন্ট সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী ইরানকে জরিমানা

আগামী ২১মে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন দুই চেয়ারম্যান প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ।

প্রচারণা চলাকালীন ১২ মে রোববার ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার এলাকায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার সাইদ ইরানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রার্থী বখতিয়ার সাঈদ ইরানের প্রচারণা গাড়িতে একাধিক মাইক এবং ছবি যুক্ত টি শার্ট ব্যবহার করায় নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ১৭ (ক) ও ২১ (১) ভঙ্গের অপরাধে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রার্থী তাৎক্ষণিক অর্থদণ্ড আদায় করেন। ঘটনার সত্যেতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে।

আরও খবর

Sponsered content