চট্টগ্রাম

চট্টগ্রামে নকল হারপিক-ভিম লিকুইড তৈরীর অভিযোগে গ্রেপ্তার ১

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৩ , ৪:১২:২৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম নগরীতে নকল হারপিক ও ভিম লিকুইড তৈরির খবর পেয়ে অভিযান চালিয়েছে প্রশাসন। রবিবার (৯ এপ্রিল) দুপুরে বহদ্দারহাটের শামসু কলোনিতে অভিযানে এক ব্যক্তিকে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাঁচলাইশ থানা পুলিশের একদল সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, বহদ্দারহাটে অভিযান চালিয়ে ভেজাল হারপিক ও ভিম লিকুইড তৈরির সময় হাতেনাতে আব্দুর রহমানকে আটক করা হয়েছে। এসময় ৪শ’ বোতল নকল হারপিক ও ২শ’ বোতল নকল ভিম লিকুইড এবং কেমিক্যাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং অভিযুক্ত আব্দুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by