দেশজুড়ে

আটোয়ারীতে কৃষকদের মাঝে কোম্বাইন হারভেষ্ট মেশিন হস্তান্তর

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৮:৪৮:৩০ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (প গড়) প্রতিনিধি : প গড়ের আটোয়ারীতে দুই জন কৃষককে অর্ধেক মুল্যে দুটি অত্যাধুনিক কোম্বাইন হারভেষ্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে কৃষি বিভাগ আয়োজিত এক অনারম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে কৃষকদের হাতে মেশিন দুটির ছাড়পত্র প্রদান করেন। ইউ,ডি,এ মো. আবু রায়হানের স ালনায় অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, অতিরিক্ত কৃষি অফিসার নুর জাহান খাতুন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: মোস্তাক আহম্মেদ ও মানস কুমার রায় প্রমূখ। সুত্র জানায়, প্রতিটি এসিআই কোম্পানীর কোম্বইন হারভেষ্টার মেশিনের মূল্য ১২ লাখ টাকা। বর্তমান কৃষিবান্ধব সরকার অর্ধেক মূল্য ভর্তুকি দিয়ে ৬লাখ টাকায় কৃষকদের মাঝে বিতরণ করছেন। মেশিন দু’টি উপজেলার বলরামপুর দোহসুহ এলাকার ভুপেন চন্দ্র বর্মনের ছেলে হরিশ চন্দ্র বর্মন এবং মির্জাপুর এলাকার মৃত: দারাজউদ্দীনের ছেলে বজলার রহমান ভর্তুকি মূল্যে  মেশিন দুটি ক্রয় করেন। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমানে কৃষিকাজে দিনমজুরের অভাব। চাষাবাদ হচ্ছে বৈজ্ঞানক পদ্ধতিতে। এ মেশিন ব্যবহারে কৃষকদের ব্যয় অনেকটা লাঘব হবে।  কৃষি অফিসার বলেন, এ মেশিন দিয়ে ধান-গম কাটা মারা সহ বস্তাবন্দী করা যাবে। উল্লেখ্য, কোম্বাইন হারভেষ্টার মেশিন ক্রয় করে কৃষকদ্বয় মহাখুশি এবং সংবাদটি ব্যাপক প্রচারের জন্য স্থানীয় সাংবাদিকরা উপস্থিত হলে মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই কোম্পানীর প্রতিনিধি মো: জহুরুল হক সাংবাদিকদের সংবাদ পরিবেশনে নিরুৎসাহিত করেন। 
 

আরও খবর

Sponsered content

Powered by