চট্টগ্রাম

সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ, আহতদের চিকিৎসা খরচও বহন করেনি কর্তৃপক্ষ

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৩ , ৭:৩১:৩৯ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড (চট্টগ্রাম) :


চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির কদমরসুলে সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে আহত স্থানীয় ভাটিয়ারীস্থ বিএসবিএ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কোন ধরণের খবরও নেয়নি কর্তৃপক্ষ। এমন কি আহত রোগীদের কোন প্রকার চিকিৎসা খরচও বহন করেনি তারা। নিজ খরচে অনেকই বাড়ি ফিরেছেন। আহতদের মধ্যে অনেকের আর্থিক দুরবস্থার কারণে হাসপাতালের খরচ চালাতে না পেরে বাড়ি ফিরে গেছেন। যতটুকু সম্বল ছিল তা দিযে কযেকদিন চিকিৎসা খরচ তারা বহন করে।

কদমরসুল এলাকার বাসিন্দা ছমির আলী চাকরি করতেন সীমা অক্সিজেন প্লান্টে। ঘটনার দিন তিনি নামাজ পড়তে ওজু করতে যাচ্ছেন এমন সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ভাগ্যক্রমে বেঁচে গেলেও পায়ে মারাত্মক জখম পেয়েছেন। ভর্তি হন বিএসবিএ হাসপাতালে। কোন ধরণের ঔষধপত্র ছাড়াই একদিনের বিল আসে ১৬ হাজার টাকা। ছমির আলীর মতো বিএসবিএ হাসপাতালে চিকিৎসা নেওয়া পলিনোস গায়া, লোকমান, জাফর, রায়হান উদ্দিন, নওসাদ সেলিম, নুরউদ্দিন ও সালাউদ্দিনসহ অনেকেই নিজ খরচে বাড়ি ফিরেছেন।

আরও খবর

Sponsered content

Powered by