চট্টগ্রাম

আনোয়ারায় অগ্নিদগ্ধ পরিবারের মাঝে এমপি জাবেদের সহায়তা

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:০৫:০৯ প্রিন্ট সংস্করণ

আনোয়ারায় অগ্নিদগ্ধ পরিবারের মাঝে এমপি জাবেদের সহায়তা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে আগুনে দগ্ধদের চিকিৎসাসহ ১৮ পরিবারের দায়িত্ব নিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরোয়া পাড়া এলাকার বড় হুজুরের বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শন ও পরিবার গুলোর সাথে দেখা করে তিনি এ ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদকক জসিম উদ্দিন চৌধুরী, ওসি সোহেল আহমদ, স্থানীয় চেয়ারম্যান আমিন শরীফ, সাবেক চেয়ারম্যান জানে আলম, উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক হাফেজ আবুল হাসান কাশেম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরী, ইউপি সদস্য মওলানা ইসহাক ও মো.রফিক প্রমুখ।

এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাবার সামগ্রী বিতরণ করেন।পরিদর্শন শেষে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, অগ্নিকাণ্ডের এমন ঘটনা কারো কাম্য নয়, ক্ষতিগ্রস্তদের দেখে আমি মর্মাহত, আমি অগ্নি দগ্ধদের চিকিৎসার সম্পন্ন দায়িত্ব নিলাম। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে নতুন করে ঘরও করে দেব। আপনারা শুধু আমার বাবা ও আমার জন্য দোয়া করবেন।

আরও খবর

Sponsered content

Powered by