দেশজুড়ে

শেরপুর জেলা সদর হাসপাতালে মেডিকেল সেফটি সেন্টার উদ্বোধন করলেন হুইপ আতিক

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ২:১০:২২ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতিতে মানুষের সেবার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক মেডিক্যাল সেফটি সেন্টার স্থাপন করা হয়েছে। 

শেরপুর জেলা সদর হাসপাতাল চত্বরে ১৬ মে শনিবার বিকেল ৩টায় শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ এর সভাপতিতে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে মেডিক্যাল সেফটি সেন্টার স্থাপন এর উদ্বোধন করেন।

এর আগে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন মেডিক্যাল সেফটি সেন্টারটি সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ এর কাছে হস্তান্তর করেন।

পরে জেলা সদর হাসপাতাল সম্মেলন কক্ষে প্রধান অতিথি হুইপ আতিক এমপি জেলা সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক ও নার্সসহ অন্যান্য কর্মচারীদের বর্তমান করোনা পরিস্থিতিকে যুদ্ধের মত মোকাবেলা করতে সাহষিকতার সাথে সেবা প্রদানের আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে স্বাচিপ সভাপতি ডাঃ মামুন জোস, বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ খাইরুল কবির সুমন, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অপি, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্তসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

 

Powered by