চট্টগ্রাম

আনোয়ারায় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৪ , ৬:১৪:৪৯ প্রিন্ট সংস্করণ

আনোয়ারায় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র ও ডাকাতি মামলার আসামি বারখাইন ইউনিয়নের মৃত আব্দুস সবুরের ছেলে শাহাদত হোসেন (৪৪) গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (২২) নভেম্বর মধ্যরাতে উপজেলার বারখাইন ইউনিয়নের নিজ বাড়িতে যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত শাহাদাত পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন সময় স্থানীয় বড় পশু বাজার সরকার হাটে চাঁদাবাজি ও দেশিয় অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন এবং ডাকাতির অভিযোগ পাওয়া যায়।
তার বিরুদেধ আনোয়ারা থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইরতিজা জানান, বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র নিয়ে সক্রিয় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামাল ও আসামিকে আইনী প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও খবর

Sponsered content