ময়মনসিংহ

কেন্দুয়ায় গ্রাম ছাড়া পরিবারের বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২১ , ৭:২৬:১১ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জায়গা জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমার জের ধরে দুটি পরিবারকে গ্রাম ছাড়া করার পর এবার গ্রাম ছাড়া একটি পরিবারের দুটি বসতঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

 

রোববার ভোররাতে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনার সংবাদ পাওয়ার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে কেন্দুয়া থানা পুলিশ। দুপুরে বিষয়টি নিয়ে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজের সাথে কথা হলে তিনি অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করেন।

 

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রোববার ভোররাতে সরাপাড়া গ্রামের বিদ্যা মিয়ার দুটি টিনশেডের বসতঘরে আগুন জ্বলতে দেখেন এলাকার লোকজন।

পরে বিষয়টি বিদ্যা মিয়া জানতে পেরে কেন্দুয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই দুটি বসতঘরসহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র।

 

তবে দুটি পরিবারকে বাড়ি ছাড়া করাসহ তাদের বাড়িঘরে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের শহীদ মিয়া বলেন, সরকারি হাট দখল করে বাড়ি করেছে বিদ্যা মিয়া ও পাশার মিয়া রেখেছে। গ্রামের লোকজন হাট ছেড়ে দিতে বলায় তারা নিজেদের ঘরবাড়ি ভেঙ্গে ও গাছপালা কেটে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা সমাজের লোকজনের কথা শুনে না।

 

ওসি জানান, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অগ্নিকান্ডের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

আরও খবর

Sponsered content

Powered by