দেশজুড়ে

আনোয়ারার প্রবীণ আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল হক আর নেই

  প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৮:২৮:২৩ প্রিন্ট সংস্করণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন গুয়াপ ক গ্রামের বাসিন্দা, গুয়াপ ক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আওয়ামী লীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল হক (৭০) বুধবার ভোর ৬টায় ঢাকার স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলায়মান বলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল হক সাহেব ছিলেন স্বাধীনতা সংগ্রামের একজন অগ্রগামী সাহসী সৈনিক। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আজ বাদ মাগরিব রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

আরও খবর

Sponsered content