প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ৬:৩৪:৩০ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে গাছবাড়িয়া সরকারী কলেজ ও বরমা ডিগ্রি কলেজ চত্বরে মঙ্গলবার (১০ ডিসেম্বর) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অলিউল হোসেন রুবেল।
এসময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ শাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এম.এ হাশেম চৌধুরী, গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক শাকিফুল ইসলাম হাসনাত, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: সাকিব হাসান, বরমা ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা আছাদুজ্জামান সোহান, শাহ নেওয়াজ বিন ইছনান, নীলা আক্তার প্রমুখ।