চট্টগ্রাম

আবারও দুইদিনের রিমান্ডে সাবেক এমপি লতিফ

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৪ , ৫:২৩:৪০ প্রিন্ট সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফহীমুল ইসলামের মামলায় বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’

আদালত সূত্র জানায়, গত ৪ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রড, কিরিচ নিয়ে ছাত্র জনতার ওপর হামলা করে। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম আহত হন। এ ঘটনায় তিনি ৭৩৫ জনকে এজাহারনামীয় এবং এক হাজার থেকে ১২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সাবেক এমপি লতিফ ওই মামলার ২৩ নম্বর আসামি।

আরও খবর

Sponsered content