বরিশাল

বরগুনায় একই সাথে তিন সন্তানের জন্ম পাশে দাড়ালেন জেলা প্রশাসক

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২০ , ৭:৩৪:০১ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামের এক গৃহবধূ সুমানা একই সাথে তিন সন্তান জন্ম দিয়েছেন। কিন্তু পরিবারটি গরিব বলে অসহায় হয়ে মানবতার জীবন যাপন করছিল। উক্ত পরিবারকে নিয়ে গত ২৪ আগস্ট তিন কন্যা সন্তানের জননী মাতৃত্ব ভাতা থেকে বঞ্চিত একটি ফেসবুক স্ট্যাটাসে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়। ফেসবুকে স্ট্যাটাস দেখে বরগুনার মানবতার দরদী সুযোগ্য, উদ্যমী, ন্যায়পরায়ন, মেধাবী, সৎ, সাহসী, কর্মঠ, দক্ষ, নিরহংকার, দানবীর, চৌকস, কর্তব্যপরায়ন, ও আন্তরিক ব্যাক্তিত্ব জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, তিন কন্যা সন্তানসহ গৃহবধূকে সোমবার সকাল ১১টায় তার নিজ কার্যালয়ে ডেকে অসহায় শিশু ও মাকে আর্থিক সহযোগিতা সহ খাদ্যসামগ্রী তুলে দেন। ওই গৃহবধূ জেলা প্রশাসকের মাধ্যমে সহযোগিতা পাওয়ায় জেলা প্রশাসক এর সার্বিক মঙ্গল কামনা করেন। জানা যায়, বরগুনার দূঃখী মানুষের সংবাদ যখনই শুনতে পান তখনই তাদের পাশে দাঁড়িয়ে দুঃখ দূরদশা মুছে দেন তিনি হলেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বিশেষ করে ঘূর্ণিঝড় বুলবুল, আম্পান,ও করোনার মত মহামারিতেও বরগুনা জেলার মান্ষুকে ছাতার মত আশ্রয় দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ভবিষ্যতেও বরগুনা জেলার সকল মানুষের পাশে জেলা প্রশাসন থাকবে মর্মে অবহিত করেন।

আরও খবর

Sponsered content

Powered by