বরিশাল

আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্থ্যতা কামনায় পটুয়াখালীতে দোয়া

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২০ , ৭:২১:১৫ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক, পার্বত্য শান্তিচুক্তির রুপকার, মাননীয় মন্ত্রী, সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এর দ্রæত সুস্থতা কামনায় পটুয়াখালীতে দোয়া মিলাদ ও এতিম খানায় খাবারের ব্যবস্থা করেছেন জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা। শুক্রবার জুম্মার নামাজ বাদ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এর দ্রæত সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন পুরান বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহীদুল্লাহ। এসময় দোয়া মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, মিলাদের আয়োজক আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাহআলম মৃধা, সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা তাছিউর রহমান, মোঃ জালাল মৃধা সহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ। পুরান বাজার মসজিদ ছাড়াও আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা ২নং বাঁধঘাটস্থ হোসেইনিয়া জামে মসজিদে দোয়া মিলাদের আয়োজন করেছেন জুম্মা বাদ।