দেশজুড়ে

আমিরাতে করোনায় ফটিকছড়ির আরো এক প্রবাসীর মৃত্যু

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২০ , ৪:২৫:২৫ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুহাম্মদ জাহাঙ্গীর (৫৫) নামের আরো এক ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বখতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের চুন্ন বাপের বাড়ির মৃত আমিনুল হকের ছেলে। ১৯ এপ্রিল রবিবার দুপুরে আমিরাতের সারজাহস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সারজায় অবস্থান করতেন এবং পেশায় একজন পাইপ ফিটার মিস্ত্রি ছিলেন।

স্থানীয় চেয়ারম্যান ও নিহতের পারিবারক সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। জানাগেছে, গত ২০দিন আগে মরহুমের করোনা ধরা পড়ে। হাসপাতালে ভর্তি অবস্থায় পরিবারের সাথে তার আর যোগাযোগ হয়নি। তবে, সারজায় অবস্থানরত নিকট আত্নীয়রা হাসপাতালে উনার খবরা খবর রাখতেন। আসা-যাওয়াই দীর্ঘ ৮বছর ধরে নিহত জাহাঙ্গীর আমিরাতের একজন প্রবাসী। গত ৮ মাস আগে দেশ থেকে ঘুরে যান। তিনি এক সন্তানের জনক ছিলেন বলে জানাগেছে।

জানাতে চাইলে স্থানীয় চেয়ারম্যান এম.সোলাইমান বি.কম জানান, করোনায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত ৫ এপ্রিল আমিরাতে সালাউদ্দিন (৩৫) নামের অপর এক ফটিকছড়ির বাসিন্ধার মৃত্যু হয়েছিল।

আরও খবর

Sponsered content

Powered by