দেশজুড়ে

শেরপুর পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

  প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৫:৩৯:০২ প্রিন্ট সংস্করণ

শেরপুর পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট সোমবার সকাল সাড়ে ১১টায় পৌর অডিটরিয়াম টাউন হলে পৌর পরিষদ, সাংবাদিক, টিএলসিসি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের উপস্থিতিতে প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন’র সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বাজেট ঘোষণা করেন, মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বাজেটে ৬৫ কোটি ৮৭ লক্ষ ১৫ হাজার ৯৪৯ টাকা ৮৫ পয়সা আয় ও ৫৮ কোটি ৬৯ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয় এবং ৭ কোটি ১৭ লক্ষ ১৯ হাজার ৯৪৯ টাকা ৮৫ পয়সা উদ্বৃত্ত্ব দেখিয়ে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উপস্থিত পৌরবাসীর সম্মুখে ঘোষণা করেন তিনি।

পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের’র সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র-১ মোঃ আতিউর রহমান মিতুল, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, শেরপুর জেলা পরিষদ সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, শেরপুর শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।

এছাড়াও অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু, সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, দপ্তর সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট সভাপতি আছাদুজ্জামান মোরাদ, শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটি সভাপতি জাহিদুল খান সৌরভ  প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by