ঢাকা

আশুলিয়ায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৪ , ৪:৪৩:২৯ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 

আশুলিয়ায় প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অভিযোগ এনে পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রোববার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর বাংলাবাজার গুমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে এই মানববন্ধন বিক্ষোভ করেন শিক্ষা-প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

মানববন্ধনে প্রধান শিক্ষক বারেক মোল্লা ও সহকারী প্রধান শিক্ষক ছাত্তার দেওয়ান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সাবেক প্রধান মন্ত্রীর পক্ষ নিয়ে ছাত্র-ছাত্রীদের আন্দোলনে অংশগ্রহণে বাঁধা দেওয়াসহ ভয় ভীতি দেখানোর অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবী তুলেন। ২৪ ঘন্টার মধ্যে এই দুই শিক্ষক পদত্যাগ না করলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুশিয়ারী সংকেত দেন শিক্ষার্থীরা।

এসময় তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক তারা দুজনে ২০১৮ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানটির ফান্ডে জমাকৃত টাকা আত্মসাৎ করেছে। এ টাকার কোন হিসাব এখন পর্যন্ত দেইনি। সব সময় স্বেচ্ছাচারিতায় সকলে তাদের কাছে জিম্মি হয়ে পড়েছিলো। এর প্রতিবাদ করতে গেলে নানা হয়রানিরও শিকার হতে হয়েছে। তারা মেয়ে শিক্ষার্থীদের গায়েও পর্যন্ত হাত দিতে দ্বিধাবোধ করতো না। এছাড়া ছাত্র-ছাত্রী ও গার্ডিয়ানদের সাথে অসৌজন্যমূলক আচরণ  অকথ্য ভাষায় গালাগালি করতো। অন্যদিকে খুনি হাসিনার নেতৃত্বে সাভার-আশুলিয়ার এমপি সাইফুল ইসলামের সাথে গোপনে বৈঠক করে এবং খুনি হাসিনা সরকারকে সহায়তা করে। তাই অনতিবিলম্বে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগ চাই।

প্রধান শিক্ষক বারেক মোল্লার মুঠোফোনে এবিষয়ে জানতে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মো. কাদির দেওয়ানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

শিক্ষা-প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র মো. মিরাজ সরকার,  এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী মো. রাব্বিল হোসেন, শর্মিলা আক্তার মুন্নী, দশম শ্রেণির

আনিকা আক্তার সহ বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content