প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০৭:০৮ প্রিন্ট সংস্করণ
আশুলিয়ায় শেরে বাংলা মডেল হাই স্কুলের ২৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এ ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকারের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইয়ারপুর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, যুবদল নেতা মো: জাহিদ হাসান বিকাশ, মো: কিসমত সরকার, মো: আপেল মাহমুদ হান্নান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা রিপন শিকদার মো: হুমায়ুন কবির ও শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।