দেশজুড়ে

আশুলিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৩ , ২:২২:৪৩ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ


আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এরআগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকা থেকে এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ফুতাক (১৯) কক্সবাজার জেলার সদর থানার জিলানজা পারহাউজ দক্ষিন হাজীপাড়ার মৃত নুর মোহাম্মদ এর ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলেন, এসময় গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়া থানাধীন সাধু পাড়া এলাকা থেকে মোঃ ফুতাককে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

আরও খবর

Sponsered content