ঢাকা

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও ধাওয়া পাল্টা ধাওয়া

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ৪:৫৫:৫০ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও ধাওয়া পাল্টা ধাওয়া

ঢাকার আশুলিয়ায় মজুরী বৃদ্ধির দাবী জানিয়ে তৃতীয় দিনের মতো সড়কে নেমে বিক্ষোভ করেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা। সড়ক থেকে শ্রমিকদের সড়িয়ে দিতে গেলে শ্রমিক ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার ইউনিক, শিমুলতলা, জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর,  ঘোষবাগ ও পলাশবাড়ী এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সরেজমিনে এসব এলাকা ঘুরে দেখা গেছে, থেমে থেমে বিক্ষোভ করে শ্রমিকরা। এ ঘটনায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে। পাল্টা জবাবে বিক্ষুব্ধ শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে বিজিবি, জেলা পুলিশ, ডিবি পুলিশ, শিল্প পুলিশ ও আর্মস পুলিশ অবস্থান লক্ষ করা গেছে। এসময় সড়কের দুই পাশের দোকানপাট ও শপিংমল বন্ধ দেখা গেছে।

শিল্প পুলিশ-১ এর পরিচালক সরোয়ার আলম বলেন, অধিকাংশ শ্রমিক শান্ত এবং নিরীহ। তারা কাজওে আসছে, অনেক জায়গায় কাজ চলছে। কিছু কিছু শ্রমিক উশৃঙ্খলতা প্রদর্শন করছে। তাদেরকে বিভিন্ন মহল থেকে ইন্দন দেয়া হচ্ছে, উস্কানো হচ্ছে, আমরা অলরেডি কিছু মহলের পরিচয় নিশ্চিত করেছি। উশৃঙ্খল যে শ্রমিক রয়েছে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দিচ্ছি। তারা যেন এখানে সহিংশতামূলক কার্যক্রমে লিপ্ত না হতে পারে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করছি। এছাড়া কিছু কিছু কারখানা এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে আবার কিছু কিছু আংশিক চলছে বলেও বলেন তিনি।

আরও খবর

Sponsered content