দেশজুড়ে

আশুলিয়ায় জাল সার্টিফিকেট তৈরী; আটক ২

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২১ , ৮:২০:২২ প্রিন্ট সংস্করণ

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট তৈরী ও তা বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছেন র‌্যাব-৪।
এসময় জাল সার্টিফিকেট তৈরীর কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদিও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে র‌্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে আশুলিয়া থানাধীন এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৪ এর সদস্যরা।
আটক গাইবান্ধা জেলার রবিউল আলম (৪২) ও দিনাজপুর জেলার বেল্লাল হোসেন (২২)।
র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার রাতে আশুলিয়া থানাধীন এলাকায় একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল শিক্ষা সার্টিফিকেট তৈরীর গোপন সংবাদ পান র‌্যাব। পরে রাতে অভিযান চালিয়ে মৌসুমী ফোন এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান থেকে দুটি ভুয়া এইচএসসি সার্টিফিকেট ও শিক্ষাবোর্ডের ভূয়া সনদপত্র তৈরীর কাজে ব্যবহৃত ১৫টি খালি কাগজ উদ্ধার করা হয়। জব্দ করা হয় জাল সনদ তৈরীতে ব্যবহৃত একটি মনিটর, স্ক্যানার, কালার প্রিন্টার, সিপিইউ ও পেনড্রাইভ। এসময় আটক করা হয় জাল সনদ তৈরী চক্রের দুইজনকে।
র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন জাল সার্টিফিকেট তৈরী ও বিক্রির কথা স্বীকার করেছেন। মঙ্গলবার তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এঘটনায় আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by