দেশজুড়ে

আশুলিয়ায় দুটি কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৮:০৮:২২ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দুটি পোশাক কারখানার শ্রমিকরা গতকাল বুধবার সকালে আশুলিয়া থানাধীন জমগড়া এলাকার ওর্য়াল্ড ওয়ান ডেনিম লিমিটেড নামের ধোলাই কারখানা ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ওয়ান বিডি সুয়েটার নামের একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন সময় শিল্পি আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে

ওর্য়াল্ড ওয়ান ডেনিম লিমিটেড কারখানার শ্রমিক জসিম হায়দার জানিয়েছেনন, মালিকপক্ষ আমাদের নানা অজুহাতে ফেব্রুয়ারি মার্চ দুমাসের বেতন দিতে পারেনি কয়েক দিন যাবত তারা কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের বেতনের জন্য দাবি করতে থাকে তবুও বেতন না দেয়ায় আমরা কারখানার শ্রমিকরা আশুলিয়ার আবদুল্লাহপুরবাইপাইল সড়ক অবরোধ করে বেতনের দাবিতে কারখানা খোলার জন্য বিক্ষোভ করতে থাকি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের  সড়ক থেকে সড়িয়ে দেয়

অপরদিকে, গত মাস ধরে ওয়ান বিডি সুয়েটার কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করছে না মালিকপক্ষ দফায় দফায় বেপজা কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ থেকে সরে আসলেও তাদের বেতন পরিশোধ করা হচ্ছেনা পরে এদিন সকালে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের প্রধান ফটকে অবস্থান নেয় এবং নবীনগরচন্দ্রা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শ্রমিকরা

সাভার ডিইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুস সোবাহান বলেন, ওয়ান বিডি সুয়েটার কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পাবে, তবে কারখানাটি বিক্রি করার প্রস্তুতি চলছে কারখানাটি বিক্রি করে সকল শ্রমিকদের বকেয়া বেতনভাতা পরিশোধ করা হবে

আশুলিয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) রেজাউল করিম (দিপু) জানান, সড়কে শ্রমিকরা অবস্থায় নেওয়ায় পুলিশ গিয়ে রাস্থা থেকে সড়িয়ে দিয়েছে ঘটনায় কারখানার মালিক পক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে

আরও খবর

Sponsered content