প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৪২:০৮ প্রিন্ট সংস্করণ
আশুরিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভার উপজেলা এলাকার আশুলিয়া থেকে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান এএসআই কিশোরকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে শিমুলিয়া ইউনিয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় কিশোরের কাছ থেকে হত্যার কাছে ব্যবহৃত সেই পিস্তল ও ৬ রাউন্ডগুলি উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত পুলিশের উপ-সহকারী পুলিশ পরিদর্শক কালিয়াকৈর থানা এলাকার স্থানীয় বাসিন্দা। এদিকে আহত যুবককে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন , বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর গানম্যান কিশোরের ছোড়া গুলিতে এক যুবক নিহত ও আহত হন আরো এক যুবক। মাদক সেবনকালে বাকবিতন্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে।
কালিয়াকৈর থানার (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানিয়েছিলেন, মন্ত্রীর গানম্যান এএসআই কিশোর ছুটিতে কুতুবদিয়ায় তার গ্রামের বাড়িতে এসেছিলেন। সেখানে রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।