ঢাকা

ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪:৫৬:২৪ প্রিন্ট সংস্করণ

ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা

গাজীপুরে টঙ্গীর ইজতেমা ময়দানের আশপাশের তিন কিলোমিটার এলাকা, রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরপরই ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেছেন মুসল্লিরা।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এমন ঘোষণা আসার পরপরই ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেন তারা। মুসল্লিরা তাদের শামিয়ানা কাঁধে নিয়ে বাস, ব্যক্তিগত গাড়ি, পিকআপ করে ও আশপাশের এলাকার পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।

আরও খবর

Sponsered content