বাংলাদেশ

ঈদুল আজহার পর নতুন সূচিতে সরকারি অফিস

  প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ৪:৩৩:৩৬ প্রিন্ট সংস্করণ

ঈদুল আজহার পর নতুন সূচিতে সরকারি অফিস
ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। ঈদুল আজহার পর নতুন সূচি ধরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস।

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষের সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন সময়সূচিতে চলবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস। নতুন নিয়মে সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়। ঈদুল আজহার পর থেকে এই সময় অনুযায়ী অফিস চলবে।

এখন সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আরও খবর

Sponsered content