রংপুর

উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৪ , ৫:১৭:৩৮ প্রিন্ট সংস্করণ

উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে সুরাইয়া আক্তার (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রামের জমসেদ আলীর মেয়ে। সে মোগলবাসা কিন্ডারগার্ডেন স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রায়হান কবির।

স্থানীয় ও পারিবারিক সুত্র জানায়, বুধবার সকালে ওই এলাকায় নিজ বাড়িতে শিশু সুরাইয়ার মা জোহরা বেগম চুলায় ভাত রান্না বসায়। শিশু সুরাইয়ার হাতে মোবাইল দিয়ে চুলার কাছে বসিয়ে বাহিরে যান তিনি। এসময় অসাবধানতাবশত শিশুটির শরীর আগুন লাগে। শিশুটির আত্মচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করেন। এরপর স্থানীয় এক কবিরাজের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। পরে রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে শিশু সুরাইয়া মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, কেউ কোন অভিযোগ দেয়নি।

আরও খবর

Sponsered content