রংপুর

উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৫:৩৪:৪৫ প্রিন্ট সংস্করণ

উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

“অধিকার, সমতা, নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্যর‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপলক্ষে বর্ণাঢ্যর‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্যর‍্যালি অডিটোরিয়াম হলরুমের সামন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।

এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ (নারী) সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হচ্ছে নারী পুরুষের মাঝে কোনো ধরনের বৈষম্য না থাকা। এজন্য সকল নারী পুরুষকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি আরও বলেন, আপনারা যারা মা আছেন আপনাদের কন্যা সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। মেয়েরা যেনো মানুষের মত মানুষ হয়ে সমাজের মধ্যে নারী পুরুষের বৈষম্য দূরীকরণে অগ্রনী ভুমিকা পালন করতে পারেন।

এছাড়াও বক্তব্য রাখেন, জাতীয় নারী মহিলা সংস্থার কর্মকর্তা শংকর কুমার দেবশর্মা, আরডিআরএস এর টেকনিক্যাল অফিসার সোহেল রানা, ইসলামিক রিলিফ এর প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম, ব্র‍্যাক এর উপজেলা ম্যানেজার ফখরুল আলম ভুঁইয়া ও এসআই মাসুদ রানা প্রমুখ। 

আরও খবর

Sponsered content