প্রতিনিধি ৮ আগস্ট ২০২৪ , ৩:১০:০৫ প্রিন্ট সংস্করণ
“শিক্ষা নিয়ে গড়বো দেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজে একাদশ শ্রেণি (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে কলেজ প্রাঙ্গনে হলরুমে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।
উলিপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহবায়ক সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুর রহমান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল সহ অত্র কলেজের সহযোগী অধ্যাপক, সহ. অধ্যাপক এবং প্রভাষক ও কর্মচারীবৃন্দ।