প্রতিনিধি ৩০ জুলাই ২০২৪ , ৩:৫১:২১ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে কন্দাল জাতীয় ফসল উন্নয়নে কৃষি মেলার উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন।
উল্যেখ্য যে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজনে এ কৃষি মেলায় ১২টি স্টল স্থান পেয়েছেন। উদ্বোধন শেষে স্টল গুলোর কন্দাল জাতীয় ফসল উন্নয়নে বিভিন্ন ফসলের উৎপাদন প্রযুক্তি প্রদর্শন করেন। আগামী বুধবার এই কৃষি মেলা শেষ হবে।
উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু
এ সময় তিনি বলেন, মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষির উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছেন। আমাদের এলাকার মাটি খুবই উর্বর। উর্বর মাটিতে কৃষকেরা যা চাষাবাদ করেন সবই সোনার ফলন হয়। কৃষি মেলাকে প্রাণবন্ত করতে উপজেলার সর্বসাধারণকে মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলি, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা তারিফুর রহমান সরকার, উলিপুর থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খালেদা খাতুন, কৃষক প্রতিনিধি
পার্থ সারদি সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা ও আওয়ামিলীগ নেতা সাইদুল হক বাচ্চু প্রমুখ।