রংপুর

উলিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন 

  প্রতিনিধি ৩১ জুলাই ২০২৪ , ৪:২৯:৩১ প্রিন্ট সংস্করণ

উলিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়।

বুধবার (৩১ জুলাই) উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজলো প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা চত্তর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা তারিফুর রহমান সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সকার, মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলি, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক, প্রাণী সম্পদ কর্মকর্তা রেজোয়ানুল হক, কৃষক প্রতিনিধি পার্থ সারদি সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও আওয়ামিলীগ নেতা সাইদুল হক বাচ্চু প্রমুখ।

আরও খবর

Sponsered content