প্রতিনিধি ২৭ জুলাই ২০২৪ , ৬:৪৫:৫৩ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে জিওব্যাগ দিয়ে তিস্তা পাড়ের ভাঙ্গন রোধের কাজ চলছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের পাকার মাথা নগর পাড়া এলাকায় বালু ভর্তি জিওব্যাগ ফেলিয়ে পাড়ের ভাঙ্গন রোধের উদ্বোধন করেন।
জানা যায়, বেশ কয়েক দিনের বৃষ্টি ও উজানী ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধির ফলে চরের নিম্নাঞ্চল গুলোতে বন্যায় রুপ নিয়েছিলো। এখন নদীর পানি কমে যাওয়ায় ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে।
এদিকে থেতরাই ইউনিয়নের নগরপাড়া সহ চারটি গ্রামের শতশত মানুষ তিস্তার ভাঙ্গনে দিশাহারা হয়ে পড়েছেন। বসতভিটে নদী গর্ভে হারিয়ে মাথা গোজারা ঠাঁই খুঁজে পাচ্ছেন না এসব ক্ষতিগ্রস্ত মানুষেরা। এসব এলাকায় তিস্তার তিব্র ভাঙ্গন দেখা দিয়েছে। নিরুপায় হয়ে অন্যের জায়গায় অনাহারে অর্ধহারে দিনাতিপাত করছেন।
তিস্তার ভাঙ্গনে হুমকির মুখে নগরপাড়া, কুমারপাড়া, মুন্সিপাড়া ও বামনপাড়া গ্রামের প্রায় ১ হাজার পরিবারের ৪ হাজার থেকে ৫ হাজার মানুষ। হুমকির মুখে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১টি, মসজিদ ৪টি ও নুরানি মাদ্রাসা ১টি। এসব এলাকায় হুমকির মুখে থাকা মানুষেরা জানান, আমরা ত্রাণ চাইনা আমরা চাই নদী সংস্কার। প্রতিদিনে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে তাদের দুঃখ দূর্দশা কেউ দেখেনা বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসীর দাবী আমরা সাহায্য চাইনা আমরা চাই নদী সংস্কার ও ভাঙ্গন রোধে জিওব্যাগ। এরই প্রেক্ষিতে ভাঙ্গন কবলিত এলাকায় ভাঙ্গন রোধে জিওব্যাগ বরাদ্দ দেয়া হয়। ভাঙ্গন রোধে জিওব্যাগ নদীর তীরে ফেলিয়ে উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগ সভাপতি আহসান হাবিব রানা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, কাবেরী পান্ডে, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল শেখ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী বুলেট সরকার প্রমুখ।